• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দেশে পরীক্ষামূলক ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২২  

দেশে পরীক্ষামূলক ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। বাজেট বক্তব্যে তিনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলেন।  

তিনি বলছেন, ভার্চুয়াল লেনদেনে অর্থ আদান-প্রদান সহজ করা, স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহে ডিজিটাল মুদ্রার উদ্দেশ্য।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি পরীক্ষা’ শিরোনামে বলেন, ‘ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় এর বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে। ’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –