• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ভোটকে অস্বচ্ছ হতে দেব না: সিইসি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২২  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটকে অস্বচ্ছ হতে দেব না। ভোটের দিন কোনো অস্বচ্ছতার চেষ্টা করা হলে নির্বাচন বন্ধ করে দেব।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন। 

সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে হবে। সব দলকে দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

তিনি আরো বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন স্বচ্ছ হবে। নির্বাচন নিয়ে কোনো কূটকৌশল সহ্য করা হবে না।

নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সিইসি বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চাই। ইভিএম আমাদের জন্য খুবই সুবিধাজনক। ইভিএমে আমি ১০টি ভোট দিতে পারব না। আগে আইডেন্টিফাইড (শনাক্ত) হতে হবে, পরে বায়োমেট্রিক্স মিলতে হবে। ইভিএমে ভোট হলে আরেকজন ৫০টি ব্যালট ছিনতাই করে ভোট দিতে পারবে না।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –