• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

নারীদের পাইলট হতে প্রণোদনার প্রস্তাব

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২২  

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এভিয়েশন খাতে নারীদের উৎসাহিত করতে বাংলাদেশের ফ্লাইং স্কুলে দুইজন নারীকে পাইলট প্রশিক্ষণে প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া বাজেটে নারী উন্নয়নে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় এ সুপারিশ করা হয়।

সুপারিশগুলো হচ্ছে- দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরে নারীদের জন্য টয়লেট সুবিধা বাড়ানো। নারীদের নিরাপত্তায় বিমানবন্দরগুলোতে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো এবং লাইটিং ব্যবস্থার উন্নয়ন করা। বিভিন্ন জেলা সদরে প্রশিক্ষণকেন্দ্রসহ হোটেল স্থাপনের মাধ্যমে দক্ষ মানবসম্পদে উন্নয়ন ও কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার প্রদান করা। পর্যটনকেন্দ্রগুলোতে স্যুভিনিয়র শপ নির্মাণ করে নারীদের বরাদ্দ প্রদানে অগ্রাধিকার দেওয়া। নারীদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা।

কর্মরত নারীদের জন্য বাণিজ্যিক ইউনিটগুলোতে পৃথক ব্রেস্ট ফিডিং কর্নার এবং ডে-কেয়ার (শিশু দিবাযত্ন কেন্দ্র) কর্নার স্থাপন করা। নারীদের জন্য পৃথক অভিযোগ বক্স স্থাপন করা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –