• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

১২ বছরের নিচে হজযাত্রায় টিকা লাগবে না: ধর্ম মন্ত্রণালয়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুন ২০২২  

১২ বছরের কম বয়সী হজযাত্রীদের সৌদি আরব যেতে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ১২ বছরের কম বয়সীদের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যেতে ভ্যাকসিনের প্রয়োজন হবে না। ভিসা পেলে তারা হজে যেতে পারবে।

এবার দুই হাজার ৩৫ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেয় বিমান বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ৪০৯ জন হজযাত্রী নিয়ে ‘বিজি৩০০৯’ ফ্লাইট ঢাকা ছেড়েছে।

এর আগে ৫ জুন ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। এছাড়া ৬ জুন ৪০৬ জন, ৭ জুন ৪০৫ জন এবং ৮ জুন ৪০৫ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –