• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

গরম কমার সম্ভাবনা নেই

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করেছে। আর এই যানজটের মধ্যে পড়ে গরমে নাভিশ্বাস উঠছে মানুষজনের। শুধু রাজধানী নয় সারাদেশেই গরমের মাত্রা বেড়েছে। কিছু জেলায় ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

আপাতত আরো কিছুদিনের মধ্যে এই গরম কমার সম্ভাবনা নেই বরং বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গরমের জন্য বিশেষ কোনো কারণ নেই, এটা এ মৌসুমের বৈশিষ্ট্য। তবে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। কিন্তু আপাতত কয়েকদিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। ’

আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বরিশাল, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর ও সিলেট জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

জানা যায়, এ মুহূর্তে দেশের একাধিক জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। যা মৃদু তাপ্রবাহ হিসেবে ধরা হয়।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬ দশমিক ৪, ময়মনসিংহে ৩৪ দশমিক ৪, চট্টগ্রামে ৩৩ দশমিক ১, সিলেটে ৩৬ দশমিক ৮, রংপুরে ৩৪ দশমিক ৪, খুলনা ও বরিশালে বিভাগের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –