• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিমানবন্দর সম্প্রসারণে কাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর পরামর্শ   

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে কাজের গতি বাড়াতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীকে নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়। এ সময় তিনি এ পরামর্শ দেন।

এ সময় কাজের গতি বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন শেখ হাসিনা। নির্দেশ দেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করার। এছাড়া, চট্রগ্রাম বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বিমানের আয় বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের প্রশিক্ষণও বাড়াতে হবে।

জানানো হয়, এ বিমানবন্দর সম্প্রসারণে সার্বিক কাজের অগ্রগতি ৩২ শতাংশ। ২০২৩ এর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সম্প্রসারণের কাজ প্রায় শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –