• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দিনাজপুরে স্বামীর লাথিতে ৬ মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২  

দিনাজপুরের বীরগঞ্জে ৬ মাসের অন্তসত্ত্বা গৃহবধূ রিতু আক্তারকে লাথি মেরে গর্ভপাত ঘটিয়েছে স্বামী আল আমিন। উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে আল আমিন গত শনিবার সকাল ১০টায় পারিবারিক ঝগরার এক পর্যায় রিতু আক্তারের লাথি মারে। এতে তার স্বামীর বাড়িতেই গর্ভপাতের ঘটনা ঘটে রিতু আক্তারের। মিতু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা সংকটাপন্ন হলে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে স্বামী আল অমিন বাড়ি থেকে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে বাবা উপজেলার শালবাড়ী ডাবরা গ্রামের রহমত আলী ও প্রত্যক্ষদর্শি প্রতিবেশী শাহ জালাল এবং আব্দুর রশিদের স্ত্রী জুলেখা বেগম গ্রামবাসীর সহযোগিতায় গুরুতর আহত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মাইক্রোবাস যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শালবাড়ী ডাবরা গ্রামের রহমত আলীর মেয়ে আহত রিতু আক্তার হাসপাতাল বেডে জানান, দুই বছর আগে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালোই চলে। এক বছর আগে থেকে প্রতিবেশী হোসেন আলীর কুপরামর্শে স্বামী, শশুর, শাশুড়ি, দেবর, ননদসহ সকলে ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল অন্যথায় তালাকের হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন ও অত্যাচার করা হয়।

তালাকের হুমকির সংবাদ জানতে পেরে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ছুটে আসে রিতু আক্তার। উল্লেখিত ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। শিবরামপুর ইউপি চেলারম্যান কাত্তিক চন্দ্র রায় জানান, বিষয়টি শুনেছি তবে কোনো অভিযোগ পাইনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –