• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পার্বতীপুরে ৬০ বস্তা সার উদ্ধার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

দিনাজপুরের পার্বতীপুরে ৬০ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে শহরের তেলীপট্টি এলাকা থেকে এসব সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সার বিক্রির অভিযোগে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, পুরাতন বাজার এলাকায় নীলা এন্টারপ্রাইজের মালিক আতাউর রহমান দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সার কিনে তা উচ্চমূল্যে খুচরা বিক্রি করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় চারটি ভ্যানে ৪০ বস্তা ডিএপি ও ২০ বস্তা ইউরিয়া সার ক্রয় রশিদ ছাড়া বেলাইচন্ডী ইউনিয়নে নিয়ে যাওয়ার পথে আটক করে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উদ্ধার হওয়া সারের ক্রয় রশিদ ও ডিলারশিপ না থাকার অপরাধে নীলা এন্টারপ্রাইজের মালিক আতাউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –