• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শহিদদের শ্রদ্ধা জানাতে জ্বলে উঠলো ৫২শ মোমবাতি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২শ মোমবাতি প্রজ্বলন করে শহিদ মিনার বানিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছেন পঞ্চগড়বাসী।

মঙ্গলবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মোমবাতি প্রজ্বলন করে বিশাকৃতির শহিদ মিনার তৈরি করা হয়৷ 

এর আগে এই শহিদ মিনার চিত্র দেকার জন্য উপজেলার বিভিন্ন এলাকার ছোট বড়নানা বয়সী মানুষ উপস্থিত হয় এবং উপভোগ করে মোমবাতির আদলে তৈরি শহিদ মিনার অপরুপ সৌন্দর্য। তুলেন ছবি৷ মুখে মুখে সুর তুলেন আমার ভাইয়র রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, তেঁতুলিয়া পাইলট মাঠে ৫২শ মোমবাতি প্রজ্বলন শহিদ মিনার তৈরি করা হয়। একটু উপজেলার বিভিন্ন এলাকার শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ এসে উপভোগ করেন দৃষ্টিনন্দন শহিদ মিনারের এমন চিত্র দেখার জন্য। মূলত তরুণ প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –