• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                           

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

                
রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসকে ঘিরে মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে দিবস ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে আলোচনা সভা, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালিত হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –