• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে বিএনপির সহিংস রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

পদযাত্রা কর্মসূচির নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্য অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশর ওপরে হামলার প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। এ সময় প্রতিবাদ সমাবেশ থেকে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সরকার বিরোধীদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

সোমাবর (২০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে নেতৃত্ব দেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় মিলিত হন তারা।

এতে বক্তব্য দেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামিম সর্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম আকরাম, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, জেলা যুবলীগ নেতা মাহমুদুর রহমান অভি প্রমুখ।

এ সময় দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখতে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত চক্র। আন্দোলনের নামে তারা আবারো দেশে জ্বালাও পোড়াও করতে চায়, মানুষ পুড়িয়ে মারতে চায়। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্রমূলক রাজনীতিতে লিপ্ত বিএনপি-জামায়াত জোট। তারা বিষাক্ত সাপের মতো ভয়ংকর, সুযোগ পেলেই ছোবল মেরে দেশকে পিছিয়ে দেবে।    

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সদস্য রাজিব হাসান সুমন, লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূরে আলম খুশি, রোকুজ্জামান সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আদনান হোসেন, আবু হোসেন, মাহমুদুল হক লিভেন, সোবহান সরকার, প্রশান্ত রায়, খায়রুল পারভেজ পলাশ, জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান রাজা, লিওন, রায়হান কবির, বিদুৎ, হাসানুল কবির, আরিফুজ্জামান আরিফ, সেলিম সরকার, রাসেল মিয়া প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –