• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

হাতীবান্ধায় সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২  

হাতীবান্ধায় সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক                    
লালমনিরহাটের হাতীবান্ধায় এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাফ হোসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুর ২টায় তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম নিশ্চিত করেন। আটককৃত আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে ভারতীয় নাগরিক আলতাফ হোসেন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার ৯০০ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম আলম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও ইয়াবা ট্যাবলেট ও বাংলাদেশি টাকা  রাখার দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তে ফেনসিডিলসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুচবিহারের শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামের এনামুল মিয়ার ছেলে হাসেন আলী (২৩)।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –