• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কর্মরত অবস্থায় মৃত ও আহত সরকারি কর্মচারীদের অনুদান প্রদান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২২  

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দফতরের ৩৩ জন আবেদনকারীকে ২ কোটি ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল বারী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এ এন এম নাইমুল এহসান, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মমতাজ বেগম প্রমুখ।

এ সময় ২৯ জন ৮ লাখ করে, দুই জন ৫ লাখ করে এবং দুই জন ৪ লাখ করে অনুদানের টাকা পেয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –