• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ফুলবাড়ীতে রসুনের দাম কমায় ক্রেতা সাধারণের মধ্যে স্বস্তি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২২  

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশি রসুনের দাম কেজিতে ২০-২৫ টাকা কমেছে। গত সপ্তাহে যে রসুন কেজি প্রতি ৮৫-৯০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতা সাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।   

ফুলবাড়ী পৌরশহরের সবজির খুচরা ও পাইকারি বাজারের ঘুরে এমন তথ্য পাওয়া যায়। ফুলবাড়ী পৌরশহরে বাজার করতে আসা মোস্তাক আহমদ বলেন, চাল, পেঁয়াজ, আদা, ডিম, কাঁচা ও শুকনো মরিচসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে রসুনের দাম কমেছে। এটি ক্রেতাদের জন্য স্বস্তির খবর। 

বাজারের খুচরা সবজি ব্যবসায়ী সুব্রত সরকার ও সামসুল ইসলাম বলেন, হিলি থেকে ভারতীয় আমদানিকৃত রসুন পাইকারদের ঘরে আসার কারণে রসুনের দাম কেজিতে ২০-২৫ টাকা কমেছে। তবে ক্রেতা মিলছে না। আগে দিনে অন্তত দুই বস্তা রসুন বিক্রি হয়ে যেত। এখন এক বস্তাও বিক্রি হচ্ছে না।  

পেঁয়াজ-রসুনের পাইকারি ব্যবসায়ী আমজাদ হোসেন ও কালুকান্ত দত্ত বলেন, ভারতীয় রসুন বাজারে না থাকলে দেশি রসুনের ওপর চাপ বাড়ে। এতে দাম বেড়ে যায়। আমদানি স্বাভাবিক থাকলে রসুনের দাম ৩০ টাকা কেজিতে নেমে আসবে। পাশাপাশি দেশি রসুনের দামও অনেক কমে আসবে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –