• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নানা আয়োজনে রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২  

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন শ্রদ্ধা ও  ভালোবাসায় পালন করেছে রংপুরের মানুষ। জন্মবার্ষিকীতে ফুলে ফুলে ভরে ওঠে নগরীর ডিসির মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

সকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে গার্ড অব অনার প্রদান  করা হয়। এছাড়া ৫০টি জাতীয় পতাকা নিয়ে ট্রাকে চড়ে মুক্তিযোদ্ধারা নগরীতে র‌্যালি বের করেন। গণ গ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) মাঠে স্বাধীনতার উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। 

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন সংগঠন সামাজিক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আর্মি মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি পালন করে। 

রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুজিব শতবর্ষের ব্যাচ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে।  এ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –