• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২  

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্বাধীনতার বিজয়স্তম্ভে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও জেলা আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও আলোচনা সভা, সাস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসহ মুজিব উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী, সহসভাপতি চাষী করিম,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্নসম্পাদক জিল্লুর রহমান টিটু, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব স্ব আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –