• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

টানা ৩দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে টানা তিনদিন ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. কামরুল ইসলাম এই সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। আবার আগামী শনিবার পবিত্র শবে বরাত পালন করা হবে। ফলে আজ থেকে আগামী শনিবার এই ৩দিন সরকারী ছুটি। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পণ্য আমদানি-রপ্তানি, বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামা সহ কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।

কে/

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –