• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে পুড়লো গবাদি পশুসহ ৪ ঘর

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

পঞ্চগড় জেলা সদর এবং আটোয়ারী উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে দুই বাড়ির চারটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে একটি গোয়াল ঘরে লাগা আগুনে তিনটি গরু, দুইটি ছাগলসহ মালামাল পুড়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার (১৫ মার্চ) গভীর রাতে পঞ্চগড় জেলা শহরের পূর্ব তেলিপাড়া গ্রামে জয়নাল আবেদিনের বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়ির তিনটি ঘর, আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। এতে দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তের দাবি। রাতেই পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, কম্বল, নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাহেরুল ইসলামের গোয়ালঘরে আগুন লাগে। আগুনে গোয়াল ঘরে থাকা দুইটি ছাগল ও দেশি-বিদেশি তিনটি গরু পুড়ে মারা যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুসফিকুল আলম হালিম ও রাধানগর ইউপি চেয়ারম্যান মো. আবু জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাধানগর ইউপি চেয়ারম্যান বলেন, আগুনের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। আধাপাকা গোয়ালঘরেই আগুন লাগে। আগুনে দুটি ছাগল ও দেশি-বিদেশি তিনটি গরুসহ মালামাল পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –