• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে পুলিশ সুপার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বেড়াকুটি বকশিপাড়া গ্রামে গত সোমবার দুপুরে আগুনের ঘটনা ঘটে। এ আগুনের ঘটনায় ২৭ পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক আগুনের ঘটনায় দিশেহারা হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এই মর্মান্তিক আগুনের ঘটনাটি নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের পক্ষ থেকে ২৭ পরিবারের মাঝে কম্বল, চাল, ডাল, তেল, আলু, মরিচ, পেঁয়াজ তুলে দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সাইফুল ইসলাম, নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক মাহমুদ উন নবী, সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম হক শাহ্সহ প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –