• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে বাদাম বিক্রেতার মরদেহ নিয়ে সড়ক অবরোধ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২২  

ঠাকুরগাঁওয়ের কাজিপাড়ায় দু’পক্ষের মারধরের ঘটনায় আহত বাদাম বিক্রেতা জাবেদ ইসলামের মৃত্যু হয়েছে। রোববার (১৩ মার্চ) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা এলাকায় জাবেদের মরদেহ নিয়ে রাস্তা আবরোধ করেছেন এলাকাবাসী। হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মৃত জাবেদ কাজিপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘পুলিশ সঠিক তদন্ত ও দোষীদের বিচারের বিষয়ে গড়িমসি করার চেষ্টা করছে। তারা এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। আমরা এর সঠিক বিচার চাই। সঠিক বিচারের আশ্বাস পেলেই আমরা রাস্তা ছেড়ে যাবো।’

এলাকাবাসীর আন্দোলন ভিত্তিহীন দাবি করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, জাবেদের মৃত্যুর খবর পেয়েই আমরা দুজনকে গ্রেফতার করেছি। তাদরে আদালতে পাঠানো হবে।

ওসি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। কী কারণে এলাকাবাসী গড়িমসির অভিযোগ করছে তা ঠিক বুঝতে পারছি না।

থানায় লিখত অভিযোগ সূত্রে জানা যায়, ৭ মার্চ গ্রামের দুই পরিবারের দুই শিশু মাঠে খেলতে গিয়ে হাতাহাতি করে। এ নিয়ে পরিবার দুটির সদস্যের মধ্যেও হাতাহাতি হয়। ১২ মার্চ তারা আবারও তর্কে জড়িয়ে মারামারি করেন। এ সময় সেখানে বাদাম বিক্রেতা জাবেদও ছিলেন। মারধরে জাবেদ আহত হন। কিছুক্ষণ পর গোপনাঙ্গে ব্যাথা অনুভব হলে জাবেদকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

একই দিন ঠাকুরগাঁও সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয় জাবেদের পরিবার। পরে ১৩ মার্চ দুপুরে হাসপাতালে মৃত্যু হয় তার। জাবেদের মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। সেদিন বিকেলেই মোহম্মদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূর আলমসহ দুজনকে আটক করে সদর থানা পুলিশ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –