• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সৈয়দপুরে গলদা-কার্প মিশ্র চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

মৎস্য অধিদপ্তরের অধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণে প্রকল্পের (২য় পর্যায়) আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গলদা-কার্প মিশ্র চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১১ ডিসেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় আয়োজনে বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিকপাড়া মাঠে ফলাফল প্রদর্শকের পুকুর পাড় সংলগ্ন এলাকায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানি খান মজলিস, উক্ত প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. বদরুজ্জামান মানিক ও সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ সভাপতিত্ব করেন। 

সৈয়দপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিকপাড়ার মৎস্য চাষী মো. আজিজুল হক মিলনের ৩৩ শতকের পুকুরে ওই গলদা-কার্প মিশ্র চাষ প্রদর্শনী করা হয়। মৎস্য অধিদপ্তরের অধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণে প্রকল্পের (২য় পর্যায়) আওতায় গলদা-কার্প মিশ্র চাষ প্রদর্শনীর জন্য আরডি আজিজুল হক মিলনকে ৩৫০ পিস কার্প এবং ১ হাজার পিস গলদা পোনা মাছ সরবরাহ করা হয়। আর মৎস্য প্রদশর্নীর জন্য প্রকল্পের আওতায় পোনা মাছ,খাদ্যসহ ৪০ হাজার টাকার উপকরণ প্রদান করা হয়েছে। প্রদর্শনীতে সর্বমোট ৮২ হাজার টাকা ব্যয় হয়। মৎস্য বিভাগ প্রতি হেক্টর পুকুরে ৩ দশমিক মেট্রিন টন কার্প এবং শূন্য দমশিক ৫ মেট্রিন টন গলদা উৎপাদনের লক্ষ্যমাত্রা করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রা চেয়ে আশাতীত উৎপাদন মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –