• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামের রাজারহাটে একই ইউনিয়নে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

কুড়িগ্রামের রাজারহাটে একই পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের নুরুল হকের পুত্র ইয়াকুব আলী (৮) এবং হোসেন আলীর পুত্র রাব্বী (৭) মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে শিশু দু’টির লাশ বাড়ীর পাশে শাহালম মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এই খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ শিশু দু’টির লাশ এক নজর দেখতে পুকুর পাড়ে ভীড় জমায়। পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে শিশু দু’টি পা ফসকে পানিতে পরে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পরিবারের লোকজন ও স্থানীয়দের ধারণা করছে। 

অপরদিকে,একই ইউনিয়নের চাঁন্দামারী গ্রামের কৃষ্ণনন্দ রায়ের পুত্র অনুকুল চন্দ্র (৩২) বিকেল বেলা নিজ বাড়ীতে বিদ্যুতের স্লুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

পানিতে পড়ে ও বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান এনামুল হক। তিনি বলেন,এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

এই বিষয়ে ইউএনও মোহাঃ যোবায়ের হোসেন বলেন,পানিতে পরে অকালে দু’টি নিষ্পাপ প্রাণের চলে যাওয়া দু:খজনক। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –