• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

সোমবার সকালে “নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা, শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পুরুষ ভাইস-চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাজিউর রহমান, তথ্য সেবা কর্মকর্তা শান্তি রানী রায় সহ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের জয়িতা জমিলা কসাইকে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ঘোষণা করে ক্রেস্ট প্রদান করা হয়।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –