• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য ও মোমবাতি প্রজ্বলন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ঘিরে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত "মুজিববর্ষ ২০২০" ১০০ দিনের ক্ষনগননা শুরু করেছে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। 

শীত উপেক্ষা করে রবিবার(৮ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে নীলফামারীর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণের পর একশত মোমবাতি প্রজ্বলন করেন তারা। এরপর সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

সাবেক ছাত্রলীগ নেতা হোসেন রানার পৃষ্ঠপোষকতায় উক্ত কর্মসুচিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহ সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু,, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে আজাদ, শ্রমিক নেতা দেওয়ান জকি, সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রলীগের সাধারণ  সম্পাদক মিজানুর রহমান, রবীন বসুনিয়া, নাঈম শাহরিয়ার পিউ সহ দুইশতাধিক সাবেক ছাত্রলীগ নেতাকর্মী। সেখানে এই ক্ষণগণনার ১০০ দিনের বিভিন্ন কর্মসুচি ঘোষণা করেন সাবেক এই নেতারা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –