• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

৭ অজি তারকার বাংলাদেশ সফরে অনীহা; বিস্মিত ফিঞ্চ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২১  

আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েলের মতো অজি তারকারা। বিষয়টি অবাক করেছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

এ বছরই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশে আসবে অজিরা। দুই সফরের জন্য গত ১৬ জুন অভিন্ন দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে নেই ৭ জন তারকা ক্রিকেটার। তারা হলেন: স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। এরা সবাই আইপিএলে খেলেন।

অজিদের ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের সময় চলবে আইপিএলের অসমাপ্ত অংশ। এই দুই সফর থেকে সরে দাঁড়ানো ক্রিকেটাররা আইপিএল খেলতে যাবেন না- এমনটি প্রত্যাশা করছেন ফিঞ্চ। তিনি বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে, তারা যদি আইপিএলে খেলতে চায় তাহলে এর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানো খুব কঠিন হবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, গ্রীষ্মকালীন ঠাসা ক্রিকেটীয় সূচি আছে। এই পরিস্থিতিতে মানসিকভাবে দৃঢ় থাকা খুবই কঠিন।’

ওয়ার্নার ও কামিন্স ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে আসবেন না তা ফিঞ্চ আগেই জানতেন। তবে এই দুই সফর থেকে নাম প্রত্যাহার করা ক্রিকেটারের সংখ্যা ৭ বলে একটু অবাকই হয়েছেন তিনি। ফিঞ্চ জানান, ‘বিষয়টা আমাকে অবাক করেছে।’

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –