• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

২০১৯ সালের আইসিসি বর্ষসেরা যারা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

বুধবার বিভিন্ন বিভাগে বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়া বর্ষসেরা আম্পায়ার, সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স ও উদীয়মান ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ঘরের মাঠে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো ছাড়াও বছরজুড়েই দুর্দান্ত খেলেছেন স্টোকস। তাই বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মর্যাদার খেতাব স্যার গ্যারি সোবার্স ট্রফি পাচ্ছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার। 

বিশ্বকাপের পাশাপাশি অ্যাশেজ, দ্বিপক্ষীয় সিরিজ সবখানেই দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন স্টোকস। বছরজুড়ে ১১ টেস্টে ৮২১ রান করেছেন ইংলিশ অলরাউন্ডার। পাশাপাশি শিকার করেছেন ২২ উইকেট। ওয়ানডেতে ২০ ম্যাচে খেলে ব্যাট হাতে ৭১৯ রান করার সঙ্গে শিকার করেছেন ১২ উইকেট।

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। তিনি মাত্র ১২ টেস্টে ৫৯বার উইকেট শিকারের আনন্দে মেতেছেন।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা। হিটম্যানখ্যাত এ ব্যাটসম্যান ২৮ ম্যাচে ৭ সেঞ্চুরিতে ১৪০৯ রান করেছেন।

আইসিসি ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার তথা সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। অভিষেকের পর থেকে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ২০১৯ সালে ১১ টেস্টে একটি ডাবল সেঞ্চুরিসহ ১১০৪ রান করেছেন লাবুশেন।
 
বছরের সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ভারতের পেসার দীপক চাহার। গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে নাগপুরে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সের ফলেই তাকে এ এওয়ার্ড দেয়া হচ্ছে। 

সহযোগী দেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েটজার। এছাড়া সেরা আম্পায়ারের খেতাব ‘ডেভিড শেফার্ড ট্রফি’ পাচ্ছেন ইংল্যান্ডের ৫৬ বছর বয়সী আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

‘স্পিরিট অব দ্য ক্রিকেট’ পুরস্কার পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অজি তারকা স্মিথকে দর্শকরা দুয়ো দেয়ার সময় দর্শকদের এমনটি না করার অনুরোধ জানান তিনি। এমন মহত্বের কৃতিত্বস্বরূপ এই পুরস্কার দেয়া হচ্ছে কোহলিকে। এছাড়া বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –