• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়ায় ১৭ জনকে অব্যাহতি

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

২০২০ সালের এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে নেয়ায় কেন্দ্র সচিবসহ ১৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা সেন্টারে এ ঘটনা ঘটে।
৩ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র এসএসসি পরীক্ষা ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। এমন সংবাদে ডিসি মো. আবু জাফর ঘটনার সত্যতা পায়। পরে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও উত্তম কুমারকে নির্দেশ প্রদান করেন। ইউএনও পরীক্ষার কেন্দ্র সচিব, পরীক্ষা পরিচালনা কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকসহ ১৭ জনকে অব্যাহতি প্রদান করেন।

ইউএনও  জানান, ২০২০ সালের এসএসসি পরীক্ষা ২০১৮ সালের সিলেবাসের প্রণীত প্রশ্নপত্র দ্বারা গ্রহণ করা হয়েছে। যা সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে পরীক্ষার দায়িত্বে থাকা কেন্দ্র সচিব, পরীক্ষা পরিচালনা কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকসহ ১৭ জনকে সব দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

তাদেরকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি উর্দ্ধতন কতৃপর্ক্ষের সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানান। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –