• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

১০ মাস পর কোমা থেকে জাগলেন এক নারী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২১  

প্রায় ১০ মাস আগে কোমায় চলে গিয়েছিলেন এক নারী। এতোদিন বাদে কোমা থেকে জেগে উঠেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ইতালিতে। সেখানকার ৩৭ বছর বয়সী ক্রিস্টিনা রোজি গত বছরের জুলাই মাসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সময় সাত মাসের গর্ভবতী ছিলেন। 

জানা গেছে, সিজারিয়ান অপারেশন করে তার গর্ভ থেকে মেয়ে ক্যাটেরিনাকে বের করা হয়। তবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হওয়ায় কোমায় চলে যান ওই নারী।

প্রায় ১০ মাস পর কোমা থেকে জেগে উঠলেন ক্রিস্টিনা রোজি। তার স্বামীর বক্তব্য, জেগে উঠেই আমার স্ত্রী বলেছে 'মাম্মা'। আমরা এটা আশা করিনি, মারাত্মক কষ্টের পর এটা সত্যিকারের আনন্দের।

চলতি বছরের এপ্রিল মাসে ওই নারীকে ইতালি থেকে অস্ট্রিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশেষায়িতভাবে তার চিকিৎসা দেওয়া হয়। ওই নারী যখন কোমা থেকে জেগে ওঠেন, তখন তার পাশে মা এবং স্বামী ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –