• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হারিয়ে যাওয়া শিশুকে পথ দেখালেন পুলিশ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

বগুড়ায় পথ ভুল করে হারিয়ে যাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন সান্তাহার ফাঁড়ি পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল ওয়াদুদ বলেন, পথ হারিয়ে ফেলা শিশু সাগর বৃহস্পতিবার রাতে সান্তাহার স্টেশন রোড এলাকায় ঘোরাফেরা করছিল। ফাঁড়ির টহল পুলিশ দেখতে পেয়ে ঠিকানা জিজ্ঞাস করলে বাবার নাম ও ঠিকানা জানায় শিশুটি। 

শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়িতে সাগর নামে ওই শিশুর স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পরে তথ্য অনুযায়ী শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সাগরকে বড় ভাই ও চাচার কাছে ফিরিয়ে দেয়া হয়। শিশু সাগর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মৃত কাওছারের ছেলে।

শিশু সাগরকে নিতে আসা চাচা আব্দুল হান্নান বলেন, বগুড়ার একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শ্রমিকের কাজ করছিল সাগর। সেখান থেকে পথ ভুল করে সান্তাহারে চলে যায়। সান্তাহার ফাঁড়ি পুলিশের সহায়তায় সাগরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –