• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হামার বিমানবন্দর ইন্টারন্যাশনাল দরকার

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯  

সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসার‌ণের প‌ক্ষে একজন স‌চেতন নাগ‌রি‌কের বক্তব্য (আঞ্চ‌লিক ভাষায়)

মোর বাড়িটার তলাত যদিক সোনার খনি পাওয়া যায়, আস্ট্র কি মোক সেটে থাকির দিবে? জমির জমিদার হইল আস্ট্র। মুই হনু পরজা। খাজনা দিয়া থাকির নাগে হামাক, প্রজাস্বত্ত। বুঝনেন?

হাকাও চিল্লা চিক্রি করি নাব নাই। 

আস্ট্র ভূগোল ঘাটি দেখছে, বাংলাদেশটার মদ্যে সৈয়দপুরক বাছি নিছে। যে, এটে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হইলে দেশক সিঙ্গাপুর বানা সহজ হইবে। তারেবাদে সরকার চায়ছে হামার এয়ারপোর্টটার সম্প্রসারণ। যাতে করি এটে বড় বড় বিমান কড্ডি পড়ির পায়। দ্যাশ বিদ্যাশ থাকি বহু নোক আসিবে। ব্যবসা - বাণিজ্য হইবে। মিল ইন্ডাস্ট্রি হইবে। ফাইভ স্টার হোটোল হইবে। বড় বড় দালান হইবে, জায়গাটার দাম সোনার খনির মতই হইবে। নাকি কন বাহে? 

অতচ দ্যাখেন, ক্যায়ো ক্যায়ো হাকাও ঝাপেছে, জান দেইম জমি দেইম না! এটা কোন কতা হইল। সবাই জানে বাজার মূল্যের তিন গুণ টেকা পাইমেন জমি অধিগ্রহণ হইলে। ঘাপলা কল্লে অন্য কথা। দাম পাইমেন কয়াই তো  তোম্রা ক্যায়ো জমিত গাছ গাচ্ছেন, ক্যায়ো নয়া টিন দিয়া বাড়ি বানাইছেন জমিবাড়িত। সরকারক ঠকেবার ভালোই বুদ্ধি কচ্ছেন। তাও দুই একজন চিক্রি কয়ছে জমি নিলে হাম্রা ফকির হয়া যাম!

মোর বন্ধু মশিয়ার কইল ফকির হইলেও নাব আছে! হাম্রা বিমানবন্দর ইন্টারন্যাশনাল চাই। এটা হইলে ফকিরও ডলারত ভিক পাইবে বাহে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –