• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হাতের লেখাকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করার উপায়

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

কম্পিউটারে বাংলা কম্পোজ দ্রুত করতে পারেন না অনেকেই। তাদের জন্য সুখবর হচ্ছে, ওই লেখাগুলো কম্পোজ করতে হবে না। যেকোনো হাতের লেখা টেক্সটকে সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা যাবে। এমনকি পছন্দ মতো ফরমেট করে কারেকশনও করা সম্ভব হবে।

হাতের লেখাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিতে চাইলে প্রথমে প্রতি পৃষ্ঠার আলাদা আলাদা ছবি তুলে কম্পিউটারের ডেস্কটপে রাখতে হবে। তারপর গুগল অথবা মজিলা ব্রাউজার ওপেন করতে হবে। এর সঙ্গে আপনার জি-মেইল অ্যাকাউন্টটি অবশ্যই ওপেন করে রাখবেন। এবার গুগল ড্রাইভে ডেস্কটপে রাখা ফাইলগুলো আপুলোড করুন।

যে ফাইলটিকে প্রথমে কনভার্ট করতে চান, সেটিকে সিলেক্ট করলে গুগল ড্রাইভে চলে আসবে। এবার ওই ফাইলের উপর মাউসের কারসার রেখে রাইট বাটনে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন অনেকগুলো অপশন, এর মধ্যে উপরের দিকেই পাবেন ওপেন উইথ অপশন। এই অপশনের উপর কারসার নিলেই দেখা যাবে গুগল ডকস।

গুগল ডকসে ক্লিক করলে কিছুটা সময় নিবে। অর্থাৎ আপনার লেখাটা যদি বড় হয় সে অনুপাতে সময় নিবে। তারপর দেখতে পাবেন আপনার হাতের লেখা ইমেজটি। এর নীচেই আছে ওয়ার্ডে লেখা অংশটি। এখান থেকে লেখাটি ওয়ার্ডে সেইভ দিতে হলে উপরেই রয়েছে গুগল ডস্কের ফাইল মেনু। সেখানে থাকা ডাউনলোড অপশনের কাছে কারসার নিলেই ডান পাশে কতগুলো অপশন দেখা যাবে। সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করুন। লেখাটি মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড হবে। সেটি এবার সেইভ করে রাখবেন।

এবার ইমেজের লেখার সঙ্গে ওয়ার্ডের লেখাটি মিলিয়ে নিবেন। হুবহু মিলে যাবে, তবে দু’একটি অক্ষর মিল নাও থাকতে পারে। সেই দুই একটি অক্ষরকে মেনুয়েলই সমাধান করে নিন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –