• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা ফজলুল হকের নামানুসারে সড়কের নামকরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের নামানুসারে সড়কের নামকরণ করা হয়েছে। মহান স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়। সড়কটির নামকরন করা হয় ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সড়ক’।

এ সময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রকল্পটির উদ্বোধন করেন। হাতীবান্ধা মুক্তিযোদ্ধা সড়ক হতে রেলস্টেশন পর্যন্ত ৫শ মিটারের নবনির্মিত এই সড়কের চলছে পাকাকরণের কাজ।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি- সার্কেল) তাপস সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ( যার নামানুসারে সড়কের নামকরণ), মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর জব্বার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –