• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাতীবান্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা ডিগ্রী কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের আলোকিত মানুষ হতে হবে। আলোকিত তারাই যাদের দ্বারা অপকার ও অন্ধকার দূর হয়ে যায়। আলো যেমন সরল পথে যায়, তেমনি যারা উচ্চশিক্ষিত, জ্ঞানী, প্রজ্ঞাবান, বিচক্ষণ তারাই আলোর মতো সরল রেখায় চলে, সত্যকে মেনে নেয়। 

তিনি বলেন- তোমরা সত্যকে মেনে নাও, সত্যকে স্বীকার করতে শিখো। বঙ্গবন্ধুর অস্তিত্ব অস্বীকার করা মানে দেশের অস্তিত্ব অস্বীকার করা। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বের সঙ্গে প্রতারণা। 

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার সিংহ, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিলন সরকার, বড়খাতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর এ ইলাহী বকুল, টিম ইমারজেন্সি হাতীবান্ধার প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি সোহেব আহম্মেদ, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন প্রমুখ।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –