• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাতীবান্ধায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কর্মহীন হওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তরুণ সমাজসেবক মাহমুদুল হাসান সোহাগ। নিজ অর্থায়নে নিম্নআয়ের অসহায় মানুষগুলোর মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। এই খাদ্যসামগ্রী বিতরণকালে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।

নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই যখন আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন ঠিক তখনেই তরুণ সমাজসেবক হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এ উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মোট ১৬৫০ পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, চিনি ও তৈল ৫ ধরনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ কর্মহীন মানুষের মাঝে বিতরন করেছেন।

মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কাজে যেতে না পারায় আয়ও বন্ধ হয়ে গেছে। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায় আমি আমার নিজ অর্থায়নে নিজ উদ্যোগে প্রতিনিয়ত দুস্থ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছি।

চলমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি। এসময় তিনি আরো বলেন, করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –