• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাতীবান্ধায় জুয়ার আসর থেকে গ্রেফতার-৬

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রজাপতি স্টুডিও’র ভেতর জুয়ার আসর থেকে আ.লীগ নেতাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মায়ানুল হক পলাশ (৪৫), উপজেলা জাতীয় পার্টির সভাপতির ছোট ভাই মোতালেব হোসেন (৪২), হাতীবান্ধা আলিম মাদ্রাসার অফিস সহকারী আমিনুর রহমান (৪০), প্রজাপতি স্টুডিওর মালিক দোলেয়ার হোসেন (৩৭) এবং সিঙ্গিমারী গ্রামের মৃত তফিজ উদ্দিন ছেলে আব্দুল জব্বার (৫৫) ও নুরুল হকের ছেলে জয়নাল (৩৫)। এরা সবাই হাতীবান্ধা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকার একটি ছবি তোলার স্টুডিও’র ভেতরে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হবে। শুক্রবার সকালে মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –