• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাতিবান্ধায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

লালমনিরহাটের হাতীবান্ধা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি, এলএসডি) বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

বুধবার তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এর আগেও বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, হাতীবান্ধায় আসার পর থেকেই খাদ্য কর্মকর্তা কাইয়ুম খানের বিরুদ্ধে নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ ওঠা শুরু করে। এর মধ্যে রয়েছে ধান কেনা বাবদ কৃষকের কাছ থেকে উেকাচ আদায়, কৃষকের নামে জালিয়াতি করে ধান বিক্রি করে টাকা উত্তোলন, ধান ও চাল ক্রয়ে ওজনে বেশি নেওয়া এবং বিক্রির সময় ওজনে কম দেওয়া। তা ছাড়া বিভিন্নভাবে কৃষক ও মিল মালিকদের হয়রানির অভিযোগও রয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –