• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

হাতিবান্ধার তিন বিদ্যালয়ের ১৪ শিক্ষককে শোকজ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধার তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। ওই ১৪ শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে মঙ্গলবার নোটিশ দেয়া হয়েছে। 

হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া জানান, নোটিশের জবাবের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  
একটি সংবাদ

এর আগে ২৩ সেপ্টেম্বর হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিপির দক্ষিণ গড্ডিমারী পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভেলাগুড়ি ইউপির উত্তর জাওরানী বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক যথাসময় বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার সংবাদটি প্রকাশিত হয়। এরপরই হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়াকে নিদের্শ দেন। 

শোকজপত্রে দক্ষিণ গড্ডিমারী পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলার রহমান, উওর সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম ও উত্তর জাওরানী বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রতাব চন্দ্রের মাধ্যমে বাকি শিক্ষকদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। 

হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া জানান, প্রতিদিন সকাল ৯ টার মধ্যে শিক্ষকদের বিদ্যালয়ের উপস্থিত হওয়া বাধ্যতামূলক। কিন্তু ওই তিন বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক যথাসময়ে উপস্থিত হচ্ছে না এমন একটি অভিযোগ উঠেছে। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রথমত শোকজ দেয়া হয়েছে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, যথাসময়ে যে সব শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। কারণ দর্শানো নোটিশের জবাবের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –