• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হঠাৎ টর্নেডোতে বিধ্বস্ত লালমনিরহাটের ৪টি ইউনিয়ন

লালমনিরহাট বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

টর্নেডোর আঘাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৪ ইউনিয়নে বিধ্বস্ত অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরি-বাড়ি। টর্নেডোর আঘাতে এক নারীর মৃত্যু খবরও পাওয়া গেছে।   

নিহত নারী আলেজা বেগম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শৌলমারী গ্রামের ইব্রাহিম হোসেন স্ত্রী।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম। রোববার বিকেলে তিনি এসব এলাকা পরিদর্শন করেন। শনিবার ভোররাতে ওই ৪ ইউনিয়নে টর্নেডো আঘাত হানে

স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, পাটগ্রাম, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের থেকে প্রথমে টর্নেডো আঘাত হানে। এতে অনেক বাড়ি-ঘরসহ গাছপালা উপড়ে যায়। ঝড়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। তারা বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম বলেন, শনিবার রাতে ভারতীয় সীমান্ত দিয়ে আসা টর্নেডোটি দহগ্রাম, পাটগ্রাম, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নে আঘাত হানার পর আবারও ভারতের দিকে চলে যায়। এ সময় শ্রীরামপুরে একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়লে আলেজা বেগম নামে এক নারী নিহত ও তার দুই নাতিসহ শতাধিক মানুষ আহত হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক দায়িত্বে থাকা এডিসি (রাজস্ব) আহসান হাবীব বলেন, পাটগ্রামে টর্নেডোর আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ণয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –