• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্বাস্থ্যখাতে ২০০৫ সাল পর্যন্ত ব্যাপক অবনতি ঘটে: কৃষিমন্ত্রী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

স্বাস্থ্যখাতে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ব্যাপক অবনতি ঘটে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার ময়মনসিংহে কমিউনিটি বেজড মেডিকেল কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাস্থ্য ক্ষেত্রে সাফল্যের শুরু। তিনি ১৯৭৪ সালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ৭৫ সালের ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি পরিষদ গঠনের আদেশ স্বাক্ষর করেন। 

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দেশ পরিচালনায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেশে প্রথম জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেন। প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে মোট ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ হাতে নেয়া হয়।

তিনি বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি প্রতিষ্ঠা করা হয় কিডনি, ক্যান্সার ও নিউরোলজিসহ বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট। এ ছাড়া চিকিৎসা যন্ত্রপাতির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে। 

তবে ২০০১ সালে সরকারের পরিবর্তন হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৫ পর্যন্ত সাল টানা পাঁচ বছর স্বাস্থ্য খাতের ব্যাপক অবনতি ঘটে। এরপর ২০০৯ সাল থেকে শুরু করে গত এগার বছরে বাংলাদেশের স্বাস্থ্যখাত গিয়েছে অনন্য এক উচ্চতায়; বিশ্বে তা এক মডেল।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –