• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

স্বাস্থ্যকর্মীদের জন্য কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনে করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক সহযোগিতা দিতে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-২ শাখা) উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে অনুরোধক্রমে এ নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সর্বশেষ ১ জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে রাজধানীসহ সারাদেশের ১ হাজার ৬১৩ জন চিকিৎসক, ১ হাজার ৩২০ জন নার্স এবং ১ হাজার ৮৬৮ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –