• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

গৃহবধূসহ শিশু অপহরণ মামলার রায় ঘোষণার একদিন পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লুৎফর রহমানকে গ্রেফতার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৃত রহিম উদ্দিনের ছেলে। সে র্দীঘদিন থেকে ধলাগাছ গ্রামে বসবাস করছিলেন।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, বুধবার গৃহবধূসহ শিশু অপহরণ মামলায় লুৎফর রহমানের যাবজ্জীবন কারাদন্ড দেয় নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আহসান তারেক। 

প্রসঙ্গত, সৈয়দপুরের রাজমিস্ত্রি মতিয়ার রহমানের স্ত্রী ছাবিয়া খাতুনকে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিতো প্রতিবেশী লুৎফর রহমান। রাজি না হওয়ায় ২০০৪ সালের ১০ জুন দুপুরে গৃহবধূ ছাবিয়া খাতুন ও তার শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় লুৎফর রহমান। এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় ১৬ জুন মামলা করেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –