• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধে একমত বাংলাদেশ-ভারত

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) এক ঘণ্টাব্যাপী ভার্চুয়াল বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবন্টনসহ, নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় দুদেশের জন্য ইতিবাচক ফলাফল এসেছে।

মন্ত্রী আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে দুই দেশের যৌথ সমস্যাগুলো সমাধান করা হবে। এর মধ্যে দিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরো সৌহার্দপূর্ণ হবে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –