• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সিরিয়ার ওপর ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

সিরিয়ার ওপর ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বিমান থেকে ছোঁড়া সেই ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সামরিক বাহিনী। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আকাশ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরীয় সামরিক বাহিনীর এক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েলের বিমানগুলো হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে হোমসের আকাশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেগুলোকে ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়া।

সূত্রটি আরো জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে ইসরায়েলের কয়েকটি বিমান থেকে কিছুসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে এ হামলায় সিরিয়ার ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায় নি।

এর আগে গত ৫ মার্চ সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। তবে সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –