• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সাভারের পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক-২

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আব্দুল মালেকের ছেলে জিএম মিন্টু ওরফে ওয়েলকাম মিন্টু ও গাজীরচটের নালিজার মোড় এলাকার মো. সাইফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার সকালে আটক দুইজনসহ চার জনের নাম উল্লেখ করে ২০-২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ করেন শতাব্দী পরিবহনের পরিচালক মো. স্বপন।

মিন্টু এলাকায় একজন চিহ্নিত পরিবহন চাঁদাবাজ হিসেবে পরিচিত। তিনি ওয়েলকাম, লাব্বাইক, মৌমিতা, এম লাভলী ও ঠিকানাসহ প্রায় ১০টি পরিবহন থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন। এজন্য তার রয়েছে ২৫-৩০ জনের একটি চাঁদাবাজ বাহিনী।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, শতাব্দী পরিবহনের কয়েকটি বাস আশুলিয়ার নবীনগর থেকে বাইপাইল হয়ে রাজধানীর মতিঝিল এলাকায় চলাচল করে। কিছুদিন ধরে এ পরিবহনের কতৃপক্ষের কাছে মিন্টু, সাইফুলসহ তাদের বাহিনী ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা বাসের স্টাফদের মারধরসহ স্টিকার ছিঁড়ে ফেলেন। এমন অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –