• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

সর্বোচ্চ রান তামিমের, সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

শেষ হয়ে গেল উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩-০ ব্যবধানে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ওয়ানডে লিগে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এই সিরিজে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল। আর সর্বোচ্চ উইকেট নিয়েছেন দলে জায়গা ধরে রাখার মিশনে থাকা স্পিনার মেহেদি হাসান মিরাজ। 

৩ ম্যাচের ৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮ রান করেছেন তামিম। গড়- ৫২.৬৬। স্ট্রাইক রেট ৭০.২২। ৩ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১১৬ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল। এরপরের তিনটি স্থান দখলে আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। সাকিব ১১৩, মুশফিকুর রহিম ৯২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৩ রান করেছেন। দুই দলের কেউ সেঞ্চুরি করতে পারেননি।

বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ। এই অফ স্পিনার ৩ ইনিংসে শিকার করেছেন ৭ উইকেট। গড়- ১০.২৮। মিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তারা যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছেন। ৪টি করে উইকেট আছে পেসার হাসান মাহমুদ ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –