• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সন্ত্রাসী হামলার শিকার বেরোবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান শাহিনের ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সোহানুর রহমান শাহিন বিশ্ববিদ্যালয়ে ১১তম ব্যাচের শিক্ষার্থী।

শাহিনের বড় ভাই শাকিল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত পাঁচ দিন আগে শাহিনের নিজ এলাকায় সিনিয়ার-জুনিয়রিটিকে কেন্দ্র করে শাহিনের সঙ্গে একজন বেয়াদবি করে। এরপর শাহিন শাসন করার চেষ্টা করলে শাহিনের সঙ্গে দুর্ব্যবহার করে ছেলেটির পরিবারের লোকেরা। সেই বিষয় এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষরা ঠিকঠাক করে দিলেও হঠাৎ সোমবার বিকেল সাড়ে ৫টায় তাড়াশ উপজেলা চত্বরে শাহিনের উপর হত্যার উদ্দ্যেশে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায় আনিস ও রাশিদুল।

এরপর তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিস্থিতি খারাপ হয়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে পাঠান এরপর শাহীনের মাথায় আঘাতের স্থানে আটটি সেলাই করা হয়েছে। এছাড়াও বুকের মধ্যে লাথি মারায় বুকে ব্যথা অনুভব করছে। 

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –