• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শোক দিবসে ১০০ এতিমের জন্য খাবার পাঠালো বেরোবির বঙ্গবন্ধু পরিষদ

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমখানার কোমলমতি শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়।

শনিবার দুপুরের খাবার পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি অধ্যাপক মশিউর রহমান।

তিনি বলেন- জাতীয় শহীদদের রুহের মাগফেরাত কামনায় ১৫ বার কুরআন খতম এবং ৪টা এতিমখানায় প্রায় ১০০ জনের বেশি এতিম হাফেজের জন্য দুপুরের বিশেষ খাবার পাঠিয়েছি। বাংলাদেশের সকল জাতীয় শহীদদের রুহের মাগফেরাত কামনায় এরকম কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –