• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

২০১৯ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।

শুক্রবার (১১ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টায় ‘ নরওয়ে নোবেল কমিটি' কর্তৃপক্ষ এই নাম ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাহিত্যে নোবেল পান অস্ট্রিয়ান লেখক পিটার হ্যান্ডকে। ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কারও এই বছর দেওয়া হয়। সেখানে পোল্যান্ডের লেখক ওলগা তকারকুজের নাম ঘোষণা করা হয়।

৯ অক্টোবর রসায়নে যৌথভাবে জন বি. গুডএনাফ, মি. স্টেইনলি হুয়িংটিংহাম এবং আরিকা ইয়োসিনো 'লিথিয়াম আয়ন ব্যাটারির বিকাশে' অবদান রাখায় নোবেল পান।

এর আগে ৮ অক্টোবর পদার্থবিদ্যায় বিশেষ অবদানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী জিম পিবলেস এবং সুইজারল্যান্ডের পদার্থবিজ্ঞানী মাইকেল মেয়র ও দিদেয়ের কিউলজ।

তারা ফিজিক্যাল কসমোলজি নিয়ে তাত্ত্বিক আবিষ্কারের জন্য জিম পিবলেস অর্ধেক পুরষ্কার ও ‘এক্সোপ্লানেট অরবিটিং অ্য সোলার-টাইপ স্টার’ আবিষ্কারের জন্য মাইকেল মেয়র ও দিদেয়ের কিউলজ যৌথভাবে বাকি অর্ধেক পুরষ্কার পেয়েছেন।

চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য ৭ অক্টোবর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের উইলিয়াম কেইলিন, পিটার র‌্যাটক্লিফ এবং যুক্তরাজ্যের গ্রেগ সেমেনজা।

অক্সিজেনের প্রাপ্যতা উপর নির্ভর করে মানবদেহের কোষগুলো কিভাবে খাপ খাইয়ে নেয় সেটি নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ২০১৯ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –