• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটের ধরলা থেকে উদ্ধার হওয়া যুবক ভারতীয় নাগরিক

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

লালমনিরহাটের ধরলা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। তার নাম শুভাশীষ রায় (৩৫)। তিনি একজন ভারতীয় নাগরিক। মৃত শুভাশীষ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার শুভাষনগর এলাকার মৃত গোপাল চন্দ্রের ছেলে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে পুলিশের পাঠানো ছবি দেখে তার পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে। এর আগে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় এলাকায় ধরলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক জানান, গত ১৬ জুলাই স্থানীয় জর্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন শুভাশীষ রায়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

স্থানীয়দের খবরে শুক্রবার (১৭ জুলাই) ভারতীয় সীমান্ত ঘেঁষা পাটগ্রাম উপজেলার ঘাটেরপাড় এলাকায় ধরলা নদী থেকে স্রোতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। পরে অজ্ঞাত এ মরদেহ ভারতীয় সন্দেহে ধরলার উজানে ভারতীয় পুলিশের কাছে মরদেহের ছবি পাঠানো হয়। সেই ছবি দেখে শুভাশীষের মরদেহ শনাক্ত করে তার পরিবার।

শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছে শুভাশীষ রায়ের মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি মোজাম্মেল হক।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –