• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

লালমনিরহাটে হতদরিদ্রদের বাড়িতে ত্রাণ নিয়ে হাজির ইউপি চেয়ারম্যান

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

লালমনিরহাটে গভীর রাতে সদর উপজেলার হারাটী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে চাল, লবন, আলু, সাবান বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। হারাটী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক করোনা ভাইরাস সচেতনতায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মাইকিং অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে আমার ইউনিয়নের অনেক ভোটার অনাহারে দিনযাপন করছে জেনে আমি তাদের কাছে ছুটে গিয়েছি।আমার ব্যাক্তিগত তহবিদ থেকে তাদেরকে সহযোগীতা করার চেষ্ঠা করছি। তিনি এসময় আরও বলেন, আমি আহবান করবো দলমত নির্বিশেষে আমারা মানুষের পাশে গিয়ে দাড়াই।নিজ নিজ অবস্থান থেকে আমরা হতদরিদ্র মানুষদের সহযোগীতায় এগিয়ে আসি।

উল্লেখ্য, তিনি করোনা ভাইরাসের কারনে তার চলতি মাসের সম্মানি ভাতা সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

– লালমনিরহাট বার্তা নিউজ ডেস্ক –